এবার ‘ভুল ভুলাইয়া থ্রি’তে দেখা যাবে তৃপ্তিকে
বিনোদন ডেস্ক ঃ
‘অ্যানিমেল’ সিনেমার পর রাতারাতি আলোচিত মুখ হয়ে ওঠেন তৃপ্তি দিমরি। বলিউডের পরিচালক-প্রযোজকরাও তাকে নিয়ে নতুন সিনেমা করতে আগ্রহী হয়ে ওঠেন। অনেক সিনেমায় তার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।
অবশেষে একটি গুঞ্জন সত্যি হলো। জানা গেল, বহুলপ্রতীক্ষিত একটি সিকুয়েল সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। খবর হিন্দুস্তান টাইমসের।
গত বছর ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। এর পর থেকেই আলোচনায় সিনেমাটি। তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক আরিয়ান।
বুধবার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, এই ছবির তৃতীয় কিস্তিতে তৃপ্তিকে মূল নায়িকা হিসেবে দেখা যাবে।
আনিস বাজমি পরিচালিত ছবিটি চলতি বছর দেওয়ালি উৎসবে মুক্তি পাবে। এবার মাঞ্জুলিকার চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।
এর আগে ওয়েব ফিল্ম ‘বুলবুল’ ও ‘কলা’য় অভিনয় করেছেন তৃপ্তি। এই দুই সিনেমায় অভিনয়ের পর সমালোচকদের প্রশংসা পান। তবে ব্যাপক পরিচিতি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের পর।