শিশু আহনাফের মৃত্যু : আরেক চিকিৎসককে গ্রেপ্তারে অভিযান
রাজধানীতে শিশু আহনাফ তাহমিনের (১০) মৃত্যুর ঘটনায় করা মামলায় এজাহারনামীয় অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন এসব তথ্য জানান। ওসি বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।