গণপিটুনিতে নিহত অভিনেতা শান্ত খান, যা বললেন কৌশানী
গণপিটুনিতে মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। জানা যায়, সোমবার (৫ আগস্ট) চাঁদপুরের কচুয়া উপজেলায় গণপিটুনিতে থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত বালু সেলিম খ্যাত (সেলিম খান) ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান মারা গেছেন।
শান্ত’র বাবা বাংলাদেশের নামী প্রযোজক, শাকিব খানের একাধিক সিনেমার প্রযোজক ‘বালুখেকো’ সেলিম খান। শাপলা মিডিয়ার কর্ণধার তিনি।
২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের। সেলিমের প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’–তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান। ওপার বাংলার শ্রাবন্তীর বিক্ষোভ সিনেমার নায়ক ছিলেন তিনি।
এদিকে শান্ত’র সিনেমার নায়িকা কৌশানী মুখার্জি অভিনেতার মৃত্যুর খবরে স্তম্ভিত! ‘পিয়া রে’ সিনেমায় শান্তর নায়িকা ছিলেন কৌশানী। ভারতীয় এক সংবাদমাধ্যমকে কৌশানী বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে।
শান্ত খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শ্বশুর এম আই মমিন খান।