পানিতে তলিয়ে গেছে সিলেট নগরীর অনেক এলাকা, মসজিদে ঈদের নামাজ আদায়

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে বিরতিহীন ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের অনেক এলাকা।
সোমবার মধ্যরাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে।এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ঈদের দিনে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন মুসল্লিরা তারা ঈদগাহে নামাজ না পড়ে পার্শ্ববর্তী মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

জানা গেছে, ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। অনেক সড়কে হাটুর উপরে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। কোরবানী কিভাবে করবেন এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন।

এ বিভাগের অন্যান্য