বৃষ্টির মধ্যে শাহী ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

সিলেটের সময় ডেস্ক :

 

প্রচন্ড বৃষ্টির মধ্যে সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ৮টায় এ জামাতটি অনুষ্ঠিত হয়।
বৃষ্টির জন্য মুসল্লির সংখ্যা ছিলো অনেক কম।

জামায়াতে ইমামতি ও পরে দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও  শ্রেণীপেশার লোকজন।

এ বিভাগের অন্যান্য