আওয়ামী লীগ পুলিশ লীগে পরিণত: মির্জা ফখরুল

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই। তারা এখন পুলিশ লীগে পরিণত হয়েছে। এই সরকারকে আমরা কোনোদিন মেনে নেইনি, আর এখনো মেনে নেব না।

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আকরাম হোসেনের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে, জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন আওয়ামী লীগ নাই, সব পুলিশ লীগ।

এ সময় জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মৃত্যুবরণকারী উপজেলা যুবদল নেতার কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

এ বিভাগের অন্যান্য