পদ্মায় গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩
সিলেটের সময় ডেস্ক :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির ধানকোড়ার কাছে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে বাবা-ছেলেসহ ৩ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে রয়েছেন ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০) এবং জুয়েল (৪০)।
দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে বিকেলে পদ্মা নদী ঘুরতে বের হন। এ সময় ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসলে নামেন। এদের মধ্যে তিনজন পদ্মায় তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে। ডুবুরি দলকে তলব করা হয়েছে।