সখীপুরে একসঙ্গে ৬ সন্তান প্রসব, একঘণ্টার মধ্যে সবার মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের গৃহবধূ সুমনা আক্তার (২৪) পরপর ছয় সন্তান প্রসব করেন। সুমনা ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী। শিশুদের মা সুমনা বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুদের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে ছিল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রবাসী ফরহাদের মামা নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সুমনার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার কালমেঘা কড়ইচালা গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে একই উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের সুমনার বিয়ে হয়। পাঁচ মাস আগে সুমনা গর্ভবতী হলে টাঙ্গাইলের এক গাইনি চিকিৎসক ওই দম্পতিকে জানান- সুমনার গর্ভে চারটি সন্তান বড় হচ্ছে।

এরপর থেকেই সুমনা নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। ১৫ দিন আগে সুমনার স্বামী ফরহাদ হোসেন সিঙ্গাপুর চলে যান। এদিকে আজ বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা সুমনা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, একপর্যায়ে বাড়িতেই একটি সন্তানের জন্ম দেন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা সুমনাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে স্বজনেরা সুমনাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি পরপর আরো পাঁচটি সন্তান প্রসব করেন (নরমাল ডেলেভারির মাধ্যমে)। 

গৃহবধূ সুমনার মামা শ্বশুর নজরুল ইসলাম বলেন, ‘সকালে আমিই সুমনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। বাচ্চাগুলো জন্ম নেওয়ার একঘণ্টার মধ্যেই মারা যায়। সুমনার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে।

’গড়গোবিন্দপুর উদয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুমনার অপর মামা শ্বশুর মো. শাহজাহান মিয়া বলেন, ‘এ দম্পতির আগে কোনো সন্তানাদি নেই। তাদের এক সঙ্গে ছয় সন্তানের জন্ম এবং মৃত্যুতে পরিবারটি হতবিহ্বল হয়ে পড়েছে।’

এ বিভাগের অন্যান্য