চুনারুঘাটে আ’লীগ নেতা হামলার স্বীকার
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের চুনারুঘাটের আমুরোড বাজারে মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে জামাত-শিবির ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন আ’লীগের জনশক্তি বিষয়ক সম্পাদক তাহির মিয়া।এ সময় হামলাকারীরা তার মেয়েকে টানা-হেচড়া করে।
আহত তাহির মিয়াকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) ইফতারের পর আ’লীগ নেতা তাহির মিয়া তার ১৪ বছবের কন্যা সন্তান কে নিয়ে আমুরোড বাজারে ঈদের কেনাকাটা করতে আসলে জামাত-শিবির ক্যাডাররা পরিকল্পিত ভাবে হামলা করে।শিবির নেতা নিক্সন, জামাত নেতা বকুল ও নুরুল হক এর নেতৃত্বে ২০/৩০জনের একটি সংঘবদ্ধ দল তাহির মিয়া উপর ঝাপিয়ে পড়ে। তাদের আঘাতে আ’লীগ নেতা তাহির মিয়া মাটিতে লুঠিয়ে পড়েন।এ সময় তার সাথে থাকা ১৪ বছরের মেয়েকেও তারা টানা-হেচড়া করে লাঞ্চিত করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন ঘটনাটি শুনেছি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।