বান্দরবানের ঘটনাই প্রমাণ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর : ফখরুল

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বান্দরবানের ঘটনাই প্রমাণ করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর।

রবিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সীমান্ত আজ আক্রান্ত। কিন্তু সরকার এই সমস্যা সমাধান করতে পারেনি। গত কয়েক দিনে বান্দরবানের থানায় আক্রমণ হয়েছে। কিন্তু এর কোনো প্রতিকার করতে না পেরে জঙ্গি নাটকের কথা বলছে সরকার।’

তিনি মন্তব্য করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীনরা তাদের নগ্ন থাবা বসিয়েছে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ছাত্রলীগের নৈরাজ্য নেই।’

এ বিভাগের অন্যান্য