১০ বছরের উন্নয়ন কেবল ‘ট্রেলার’, আসল উন্নয়ন এখনও বাকি : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ১০ বছরে ভারতে কেবল উন্নয়নের ট্রেলার হয়েছে। আসল উন্নয়ন এখনও বাকি।

রবিবার উত্তরবঙ্গের নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা ভোটে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত্র রায় এবং কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিকের পক্ষে ভোট চাইলেন।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভোট হবে।

প্রধানমন্ত্রী গত দশবছরে বিজেপির কর্মকান্ডের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘উত্তরবঙ্গে জি২০ সম্মেলন হয়েছে। রেল যোগাযোগ বেড়েছে। সড়ক তৈরি হয়েছে।’

একই সঙ্গে তিনি জানান, ‘কেন্দ্রে মজবুত সরকার থাকলে উত্তরবঙ্গে ব্যবসাবাণিজ্য বাড়বে।’

নরেন্দ্র মোদি বলেন, ‘এবারের লোকসভা নির্বাচন শুধু একজন সংসদ সদস্য বাছাইয়ের নির্বাচন নয়, শক্তিশালী দেশ গড়ার নির্বাচন।’

সূত্র : পার্সটুডে ও নিউজ ১৮।

এ বিভাগের অন্যান্য