গাঙ্গুবাই ও রকস্টারের সঙ্গে এক ফ্রেমে ‘রইস’
তিন তারকার তিন জনপ্রিয় সিনেমার চরিত্র আনা হলো এক ফ্রেমে। গাঙ্গুবাই আলিয়া ও রকস্টার রণবীরের পার্টিতে ঘরের ছাদ ভেঙে ঢুকে পড়লেন রইস শাহরুখ খান! এমনই এক বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে। তিন তারকার তিনটি জনপ্রিয় চরিত্র পুনরায় একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
একটি স্টিল কম্পানির প্রচারণার জন্য তিন তারকা একসঙ্গে হয়েছেন।
সময়ের অন্যতম জনপ্রিয় তিন তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা নতুন নতুন আবদার রাখছেন। অনুরাগীদের মন্তব্য, ‘এই তিনজনকে এবার একসঙ্গে এক সিনেমায় দেখতে চাই।’
গত বছরের শেষভাগে রাংতা স্টিলের বিজ্ঞাপনে একসঙ্গে এক ফ্রেমে হাজির হন শাহরুখ, আলিয়া ও রণবীর। সেটিতে দেখা যায়, ‘জওয়ান’ শাহরুখের কাছে বন্দি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার শানায়া চরিত্রে আলিয়া এবং ‘বরফি’র রণবীর কাপুর।