সংস্কৃতি নষ্টের ষড়যন্ত্র সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটের সময় ডেস্ক :

 

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, একটা সময় দেশে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করত না। হিন্দু মুসলমান সবাই দল বেঁধে একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিত। হঠাৎ করে সেই সম্প্রীতির সংস্কৃতিকে একটি বিশেষ গোষ্ঠী বিভেদ আনার চেষ্টা করছে।

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র আর সহ্য করা হবে না।’ 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সবুজবাগ বাসাবোর রাজারবাগ এলাকায় বরদেশ্বরী কালীমাতা মন্দিরের পূজা কমিটি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি এবং সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

 

এর আগে বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূজা কমিটি কর্তৃক আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত উপস্থিত মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দলে দলে ডাক্তার হও এটা যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমাদের সৎ, আদর্শিক ডাক্তার হওয়া।’

তিনি বলেন, ‘দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। একজন রোগী যখন চিকিৎসা নিতে আসে সেই রোগীই জানে তার জন্য ডাক্তার কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এজন্য ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির থেকে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়ার দিকে আমি বিশেষ জোর দিয়েছি।

তোমাদের প্রত্যেককে সৎ মানুষ ও ভালো ডাক্তার হতে হবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আজ সকাল ৯ টায় প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পূজা মন্ডপ পরিদর্শনে যান। এরপর মন্ত্রী রাজধানীর মিন্টো রোড অফিসার্স ক্লাবের পূজা মন্ডপ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পূজা মন্ডপ এবং বেলা ১১ টার দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পূজা মন্ডপ পরিদর্শন করেন ও উপস্থিত সবার সাথে কথা বলেন।

এ বিভাগের অন্যান্য