রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক : 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি ও একটি দেশীয় অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উখিয়ার ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের মো. নুরের ছেলে আবুল হাসিম (৩১), ১২ নম্বর ক্যাম্পের মৃত আলী আহমেদের ছেলে হোসেন জোহার প্রকাশ আলী জোহার (৩২) ও ৬ নম্বর ক্যাম্পের নুর আলমের ছেলে মো. আলম প্রকাশ শায়ের মুছা (৩৫)।

তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আবুল হাসিম আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড ইন কমান্ডার, মো. আলম আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী এবং আলী জোহার আরসার পরিবহন শাখার কমান্ডার।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কয়েকজন আরসা সদস্য ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন পলানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়। 
এ বিভাগের অন্যান্য