বিশ্ব সংঘাতের ঝুঁকির মুখোমুখি হচ্ছে : জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের আগে এক সতর্কবার্তায় বলেছেন, দেশগুলোর মধ্যে বিভাজন প্রসারিত হওয়ায় বিশ্ব সংঘাতের ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
গুতেরেস নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘যদি আমরা সত্যিই একটি বৈশ্বিক পরিবার হয়ে থাকি, তাহলে আমরা আজকে বরং একটি অকার্যকর পরিবারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিভাজন বাড়ছে, উত্তেজনা বাড়ছে এবং আস্থা ক্ষয় হচ্ছে, যা একসঙ্গে বিভক্ত হওয়া এবং শেষ পর্যন্ত দ্বন্দ্বের আশঙ্কা বাড়িয়ে তুলছে।’
২০টি প্রধান অর্থনীতির এ গোষ্ঠী বর্তমানে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত, যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।
গুতেরেস বলেছেন, ‘এই ভাঙন সবচেয়ে অনুকূল পরিস্থিতিতে গভীরভাবে উদ্বেগজনক হবে। আমাদের সময়ে এটি বিপর্যয় সৃষ্টি করে। বিশ্ব পরিবর্তনের একটি কঠিন মুহূর্তের মধ্যে রয়েছে।
সূত্র : এএফপি