যুক্তরাষ্ট্রের ভ্রান্ত কৌশলে জঙ্গিবাদ শক্তিশালী হচ্ছে : ইনু
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামায়াতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে।’
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির সভায় এসব কথা বলেন ইনু।
হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া এবং নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে।
ইনু বলেন, জামায়াত-বিএনপির সরকার উৎখাত করে দলনিরপেক্ষ সরকারের দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দলনিরপেক্ষ সরকারের দাবিটাই জামায়াত-বিএনপির পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট উত্থাপন করেন। শোক প্রস্তাব পাঠ করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।