বঙ্গবন্ধু পালিয়ে যাননি, শেখ হাসিনাও পালাবেন না : মুক্তিযুদ্ধমন্ত্রী
বিদেশি প্রভুদের শক্তিতে বিএনপি লাফাচ্ছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির জনগণের প্রতি আস্থা নেই। তারা এখন মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিদেশি প্রভুদের ওপর ভর করেছে। দেশের জনগণকে বাদ দিয়ে বিদেশিদের শক্তিতে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। উন্নয়নকে প্রশ্নবিদ্ধ ও নির্বাচন বানচালের জন্য দেশকে অস্থিতিশীল করতে মরিয়া তারা।
দলের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জেপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ।
সভায় মন্ত্রী বলেন, সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি। শেখ হাসিনা পালিয়ে যাবে বলেও ঘোষণা দেন বিএনপি নেতারা।
তিনি আরো বলেন, জনগণকে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেননি। বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কখনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সংগ্রাম অব্যাহত রাখবেন।
তিনি আরো বলেন, সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।