এমসি কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন। ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘাতের আশঙ্কায় ছাত্রবাস বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ নিতায় চন্দ্র চন্দ স্বাক্ষরিত নোটিসে ছাত্রদের ছাত্রাবাস ছাড়তে নির্দেশ দেয়া হয়।

জানা যায়, ৫ আগস্ট সোমবার রাতে এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় তারা লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হওয়ার প্রাক্কালে কলেজ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে তাদের শান্ত করা হয়।

এমসি কলেজের অধ্যক্ষ নিতায় চন্দ্র চন্দ বলেন, সোমবার রাতে ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে সংঘাতের আশঙ্কায় এবং ঈদের ছুটি মিলিয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ছাত্রাবাস খুলে দেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।

এ বিভাগের অন্যান্য