মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মালয়েশিয়ায় পুরস্কৃত

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ন্যানো-টেকনোলজি, ন্যানো-মেটারিয়ালস এন্ড থিন ফিল্মস ফর এনার্জি অ্যাপ্লিকেশন (‘ন্যানো এনার্জি-২০১৯)’ শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কৃত হয়েছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. এএসএম ইফতেখার উদ্দিন।

মালয়েশিয়ার সেলাঙ্গরে ইউনিভার্সিটি টেনেগা ন্যাশনালে (দ্য ন্যাশনাল এনার্জি ইউনিভার্সিটি) অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ‘বেস্ট ওরাল প্রেজেন্টার’ হিসেবে পুরস্কার লাভ করেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে ‘সার্ফেস মডিফাইড পিডিএমএস ফিল্ম অ্যাজ অ্যা পোটেনশিয়াল কনট্যাক্ট ইলেক্ট্রিফিকেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব সেলফ পাওয়ারড সেন্সর’ এর উপর গবেষণাপত্র উপস্থাপন করেন ড. ইফতেখার। সম্মেলনে ‘বেস্ট ওরাল প্রেজেন্টার’ হিসেবে পুরস্কৃত হওয়া ইফতেখার উদ্দিনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন আয়োজকরা।

দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পুরস্কৃত হওয়ায় এএসএম ইফতেখার উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

এ বিভাগের অন্যান্য