চেক ডিজঅনার মামলায় সাবেক ক্রিকেটারের ভাইয়ের কারাদণ্ড

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালির ভাই দীপক কপালীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াসির আরাফাত চেক ডিজঅনার সংক্রান্ত অপরাধের মামলায় এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী এডভোকেট রনেন সরকার রনি।

মামলা সূত্রে জানা যায়, আসামি দীপক কপালী নগরীর উপশহরস্থ একটি রড সিমেন্টের দোকান থেকে বাকীতে ৭ লক্ষ টাকার মালামাল ক্রয় করেন। পরবর্তীতে পাওনা টাকা পরিশোধে আসামি দীপক বাদীকে ৭ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে নির্দিষ্ট তারিখে উপস্থাপন করলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হলে বাদী সুব্রত সাহা রবিন আদালতে উল্লেখিত মামলাটি দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের দিন আসামির অনুপস্থিতিতে আদালত দায়রা ১৯৭৬/১৮ মামলায় অলক কাপালির ভাই দীপক কাপালিকে এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ মাসের দণ্ডাদেশ দেন। পাশাপাশি মামলার বাদীর পাওনা ৭ লক্ষ টাকার সমপরিমাণ অর্থদণ্ডের আদেশও দেন।

আসামি দীপক কাপালি বর্তমানে পলাতক রয়েছেন।

এ বিভাগের অন্যান্য