বৈশাখী ঝড়: জেসমিন রুমি
উড়ছে গাছের পাতা উড়ছে
ঘরের চাল,
হঠাৎ করে ভেঙ্গে পরে শুকনো
গাছের ডাল…
দমকা হাওয়ায় হুড়মুড়িয়ে
কাঁপছে বাড়ি ঘর,
কালো মেঘ দুড়মুড়িয়ে
আলোকিত চরাচর….
বিকেল শেষে সন্ধ্যা ঘনায়
আসে বৈশাখী ঝড়,
পথের মানুষ আটকা পরে
বাজ পরে কড়কড়…
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
অঝর ধারায়,
ইচ্ছে করে কিশোর বেলার
দিনগুলিতে হারায় ….
শীতল বাতাস সহসা এসে
ধরনী শান্ত হয়,
মুছে যাক, ধুয়ে যাক
পাপের হোক ক্ষয়…..