রুবি ফাতেমা ইসলামের মৃত্যুতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান’র শোক:

 

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতিমা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।
তিনি শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, রুবি ফাতিমা ইসলামের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।
আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা আরো বলেন, রুবি ফাতিমা ইসলাম চলে যওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ বিভাগের অন্যান্য