পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ, স্বীকার করলেন ভারতের ইউটিউবার
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন ভারতের হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল তিনি পরিচালনা করেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ। ভারতের তদন্তকারী সংস্থার কাছে তিনি স্বীকার করেছেন, দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল।
জ্যোতি জানিয়েছেন, পাকিস্তান সফরের সময় তিনি আলী হাসান নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেন।
জ্যোতি তদন্তকারীদের আরো জানান, সন্দেহ এড়াতে তিনি শাকিরের মোবাইল নম্বর ‘জট্ট রাধাওয়া’ নামে ফোনে সেভ করে রাখেন। ভারতে ফিরে এসেও তিনি হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।