সাত ফুটবলার দলে থাকলে কাজ করবেন না বাটলার!
পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবল দলের ১৮ সদস্য এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। এই কোচ বহাল থাকলে সাবিনা-মাসুরা পারভিনরা আর ফুটবলই খেলবেন না—এমন সিদ্ধান্তে অটল আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি খতিয়ে দেখতে এবং সমাধানের পথ খুঁজে নিতে এরই মধ্যে বিশেষ তদন্ত কমিটি গড়েছে। বাফুফের আশা, তদন্তের পর এই কোচের অধীনেই মেয়েরা আবার মাঠে ফিরবে।
কিন্তু সেই পথ জটিলতর হয়েছে। কারণ পিটার বাটলারও যে জুড়ে দিয়েছেন একটি শর্ত!
কী সেটা? নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ‘বিদ্রোহ’ করা ১৮ খেলোয়াড় নয়, নির্দিষ্ট সাত ফুটবলার দলে থাকলে আর কাজ করবেন না বাটলার। এ ব্যাপারে বাফুফেও অবগত আছে বলেই নিশ্চিত হওয়া গেছে। সাত ফুটবলার হলেন—সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার সিনিয়র।
১৮ ফুটবলারের বিদ্রোহের মাঝে গতকাল ক্যাম্পের বাকি ১৩ জনকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন বাটলার। সংস্কার চলমান থাকা এই মাঠে তিন বছরেরও বেশি সময় পর ফুটবলের কার্যক্রম ফিরল।
কাল সকালে অনুশীলন করিয়ে দুপুরে বাফুফে ভবনে আসেন ব্রিটিশ এই কোচ।