খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী
হ্যাটট্রিক জয় আর পাওয়া হলো না খুলনা টাইগার্সের। সেই সঙ্গে বিপিএলে তাদের অপরাজিত যাত্রাও থামল। ২৮ রানে হারিয়ে তাদের তিক্ত স্বাদটা দিয়েছে দুর্বার রাজশাহী।
টানা তৃতীয় জয় পাওয়ার লক্ষ্যে ১৭৯ রান তাড়া করতে নেমে শুরুতেই থাক্কা খায় খুলনা।
ব্যাটিং ব্যর্থতায় পরে ১৫০ রানে অলআউট হয় খুলনা। রাজশাহীর হয়ে বোলিং করা ৭ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ হারিস ও জিশান আলম। তবে মুহূর্তের মধ্যে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট ৬৭ রান। অর্থাৎ, মাত্র ২৩ রানে হারায় উইকেট চারটি।
সেখান থেকে রাজশাহী ১৭৮ রানের সংগ্রহ পায় ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্লের দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসের কল্যাণে। পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি গড়েন দুজনে। ইয়াসিরের ৪১ রানের বিপরীতে ৪৮ রানে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটার। শেষ দিকে অবশ্য ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে দারুণ অবদান রাখেন আকবর আলীও।