চেন্নাইয়ে পাস সাকিব!

খেলাধুলা ডেস্ক ঃ

 

সাকিব আল হাসান চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন। একবার নয়; সাকিব পরীক্ষা দিয়েছেন দুবার। তিনি প্রথমবার পাস করেননি। তবে দ্বিতীয়বারের ফল ইতিবাচক। তিনি পাস করেছেন এমনটাই জানা গেছে।

সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিব ৯ উইকেট নেন। এই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। পরে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়। সাকিব শুধু ব্যাটসম্যান পরিচয়ে খেলতে পারতেন এ সময়টায়।

আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সাকিব ওই আসর খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা। অবশ্য বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান, সরকারের সঙ্গে সাকিবের যোগাযোগ আছে। বাঁহাতি স্পিনার সাকিবের বোলিং অ্যাকশন বৈধ হলে তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে কথা উঠবে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে। সাকিব ৫ আগস্টের পর দেশে ফেরেননি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু আসা হয়নি তার। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন চ্যাম্পিয়নস ট্রফি ওয়ানডে ফরম্যাটে রয়েছে। সাকিব এই আসর খেলতে চাইবেন। বাংলাদেশের ওয়ানডে দলের যে ভারসাম্য সেটায় সাকিব আল হাসানকে দরকার। এমন একজন অলরাউন্ডারকে বাংলাদেশ নিয়ে যেতে চাইবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২-১ সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল ঠিক করবে। খুবই সঠিক সময়ে সাকিবের এই সুখবরটি এসেছে। আর দ্রুতই দলের ভারসাম্য কেমন হবে, সেটি নিয়ে কথা শুরু হবে।

বিপিএলে সাকিবের চিটাগং কিংসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু তিনি এই আসরে খেলতে না এসে লিজেন্ড লিগে অংশ নেন। সে আসরে তামিমেরও খেলার কথা ছিল। তামিম ফরচুন বরিশালে খেলছেন।

সাকিব আর কখনও বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটি নিয়ে সংশয় রয়েছেই। তবে তার ভক্তদের জন্য সুখবর হবে যদি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেন।

এ বিভাগের অন্যান্য