গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধাক্কায় মো. হুমায়ন আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ওই ইউনিয়নের আলী আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হুমায়ুন ও তার বড় বোন মুনতাহা বাড়ির পাশের সড়ক হেঁটে পার হচ্ছিল। এ সময় সারি থেকে গোয়াইনঘাটগামী মোটরসাইকেলের ধাক্কায় হুমায়ন ও মুনতাহা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হুমায়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুনতাহাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর মোটরসাইকেল রেখে আরোহী পালিয়ে গেছেন বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য