পুরো সুস্থ থাকলেও মাঠে হঠাৎ ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

খেলাধুলা ডেস্ক ঃ

 

পুরো সুস্থ অবস্থায়ই ক্রিকেট খেলতে নেমেছিলেন ভারতের পুনের ক্রিকেটার ইমরান প্যাটেল। গতকাল বৃহস্পতিবার পুনে শহরের গারওয়ারে স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে পিচে কিছু সময় কাটানোর পরই বুকে ও বাহুতে ব্যাথার কথা জানান তিনি। পরে বিষয়টি আম্পায়ারদের অবহিত করলে তাকে মাঠ ছাড়ার অনুমতি দেওয়া হয়। তবে, প্যাভিলিয়নে ফেরার পথেই মাটিতে লুটিয়ে পড়েন ইমরান।

ম্যাচটি সরাসরি সম্প্রচারের সময় পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। ৩৫ বছর বয়সী ইমরান মাটিতে লুটিয়ে পড়লে মাঠে থাকা ক্রিকেটাররা তার দিকে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা ইমরানকে মৃত ঘোষণা করেন।

সতীর্থসহ অন্য সবার জন্য যেই বিষয়টি বিস্ময় হয়ে এসেছে সেটি হচ্ছে, ইমরান নাকি অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি শারীরিকভাবে সুস্থ থাকার পরও হৃদরোগে আক্রান্ত হলেন। অলরাউন্ডার হওয়ার কারণে ইমরানকে পুরো ম্যাচেই সক্রিয় থাকতে হতো। তাই তার মৃত্যুর কারণ অনেককে হতবাক করেছে।

ইমরানের সঙ্গে একই ম্যাচে খেলেছেন নাসির খান। এই ক্রিকেটার বলেন, ‘তার (ইমরান) এর আগে অসুস্থ হওয়ার কোনো খবর আমরা জানি না।…তার শারীরিক অবস্থা ভালো ছিল। মূলত, সে একজন অলরাউন্ডার ছিল যে খেলাটা ভালোবাসত। আমরা এখনো হতবাক হয়ে আছি।’

ইমরানের স্ত্রী ও তিনজন কন্যা আছে, যার মধ্যে ছোটটির বয়স মাত্র চার মাস। ইমরান তার এলাকার একজন পরিচিত মুখ। তিনি একাধারে একটি ক্রিকেট দলের মালিক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী। জুসের দোকানও চালাতেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরে, হাবিব শেখ নামে আরেক ক্রিকেটারও একইভাবে পুনেতে একটি ম্যাচ খেলতে গিয়ে মারা যান। হাবিবের অবশ্য শারীরিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। অন্যদিকে, ইমরান ছিলেন একেবারেই সুস্থ।

এ বিভাগের অন্যান্য