বিপিএল ড্রাফটে শাকিব-তামিমসহ তারার মেলা

খেলাধুলা ডেস্ক ঃ

 

একাদশতম বিপিএলের ড্রাফট উপলক্ষে রাজধানীর সোনারগাঁ হোটেলে ভিড় করতে শুরু করেছেন শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকারা। আজ বেলা ১১টার কিছুক্ষণ পরে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এবার ঢাকার দল ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছে শাকিবের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।

এরই মধ্যে উপস্থিত হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল, আফিফ হোসেনরা। তামিমকে এবারও ধরে রেখেছে ফরচুন বরিশাল। উপস্থিত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর প্রধান কোচ শন টেইট। এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকরা এরই মধ্যে চলে এসেছেন। বেলা ১১টায় শুরু হওয়ার কথা ড্রাফটের কাজ।

 

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর সবকিছু ঠিকঠাক থাকলে শুরু হবে একাদশতম বিপিএলের আসর। তার আগে আজ হচ্ছে প্লেয়ারস ড্রাফট।

এবারের ড্রাফটে মোট ১৮০ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে ড্রাফটে। যদিও সরাসরি চুক্তি ও ধরে রাখার মাধ্যমে বেশ কিছু ক্লাব এরই মধ্যে দলে ভিড়িয়েছে অনেক ক্রিকেটারকে।

এ বিভাগের অন্যান্য