ভারতে বিএমডব্লিউকাণ্ডে অভিযুক্ত মিহির শাহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

অবশেষে গ্রেপ্তার হলেন বিলাসবহুল বিএমডব্লিউকাণ্ডের মূল অভিযুক্ত মিহির শাহ। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে বেপরোয়া ওই বিএমডব্লিউয়ের ধাক্কায় নিহত হয়েছেন কাবেরি নাখাওয়া নামে এক নারী। আহত হয়েছেন তার স্বামী প্রদীপ নাখওয়া। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন মিহির। প্রায় ৭২ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, রবিবার ভোরে স্ত্রী কাবেরীকে নিয়ে বের হন প্রদীপ নাকভার। স্কুটারে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। প্রদীপের স্কুটারের পিছনে বিএমডব্লিউ নিয়ে ধাক্কা মারেন মিহির। প্রদীপ রাস্তায় ছিটকে পড়ে গেলেও কাবেরীকে টেনে নিয়ে যায় বিএমডব্লিউ। দুর্ঘটনায় কাবেরীর মৃত্যু হয়। তার পর থেকেই পলাতক ছিলেন মিহির। এই ঘটনায় পুলিশ মিহিরের বাবা রাজেশ শাহ এবং গাড়িচালক রাজঋষি বিদাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। যদিও গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই আদালত থেকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজেশ। তবে এখনও পুলিশ হেফাজতে গাড়ির চালক।

নিহতের স্বামীও দাবি করেন, ‘দোষীরা প্রভাবশালী, তাই তাদের শাস্তি হবে না।’ তবে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে জানান, ধনী বা রাজনীতিক যেই হোক না কেন, দোষ করলে ছাড় পাবেন না কেউই। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের পাশে সব সময় রয়েছে তার সরকার।

গতকাল সোমবার আদালতে পুলিশ জানিয়েছে, স্কুটিতে ধাক্কা মারার পর প্রথমেই বাবা রাজশকে ফোন করেছিলেন মিহির। রাজেশই তাকে পরামর্শ দেন, পাশের আসনে বসে থাকা চালকের সঙ্গে দ্রুত জায়গা বদল করে নিতে। চালকের ওপর সমস্ত দোষ তিনি চাপাতে চেয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য