চাকরি প্রত্যাশীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা
ভুয়া নিয়োগপত্র তৈরি করে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের বাগাতিপাড়া থেকে আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নাটোর র্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রায়হান শফিক।
গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার বিলপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে।
জানা যায়, প্রতারণার শিকার হয়ে পাবনার আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া এলাকার শামসুর রহমানের ছেলে মোকতার হোসাইন (৪২) এবং একই এলাকার আনসার আলীর ছেলে দুলাল হোসেন (৩৪) লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার (২৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ভুয়া নিয়োগপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
ভুক্তভোগী মোকতার হোসাইন ও দুলাল হোসেন বলেন, আনোয়ার হোসেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে ‘অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড’ পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে দুজনের থেকে মোট ১৩ লাখ ৩৪ হাজার টাকা হাতিয়ে নেন এবং আমাদের ভুয়া নিয়োগপত্র দেন।
র্যাব ক্যাম্পের অধিনায়ক রায়হান শফিক বলেন, আনোয়ার সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেন এবং ভুয়া নিয়োগপত্র তৈরি করতেন। এ অভিযোগে গ্রেপ্তার আনোয়ারকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার কম্পিউটারে এডিটিং করে অনুমতি ছাড়া সেনাবাহিনীর মনোগ্রামসহ সিলমোহর ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।