সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি টিলা এলাকায় ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তিনি বলেন, সাজেকের দুর্গম এলাকায় ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তারা সবাই শ্রমিক।

এ বিভাগের অন্যান্য