তাপপ্রবাহে পুড়ছে দেশ, ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের দুই বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এতে আরো বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
তৃতীয় দিনের অবহাওয়া সম্পর্কে বলা হয়, এ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে গতকাল রবিবার সিলেটে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। এ দিন চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।