অবৈধ অটোরিকশা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ে দূর্ঘটনা, আহত ৬

সিলেটের সময় ডেস্ক :

 

কোম্পানীগঞ্জের হাবীর দোকানের সামনে ট্রাকের সাথে সিএনজির ধাক্কায় ৬জন আহত। আহত ৬ জনের মধ্যে ৫ জনই একই পরিবারের। অন্যজন সিএনজির ড্রাইভার।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ গ্রামের হাবীর দোকান এলাকায় দুর্ঘটনায় তারা আহত হন।

আহতরা হলেন-সিলেটের জালালাবাদ থানার বাদাঘাট এলাকার চামাউরাকান্দি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ মোস্তফা (৩৫), তার স্ত্রী নাজমা আক্তার (৩২), এয়ারপোর্ট থানার ছালেক আহমদের স্ত্রী (নাজমা বেগমের বোন) আছমা আক্তার (৪০), আছমা আক্তারের নাতী রবিউল (৬), এবং আছমা আক্তারের ভাতিজি সাজনা আক্তার (১২), সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার মাঝেরগাঁও গ্রামের আজিম মিয়ার পুত্র আজাদুল ইসলাম (২২),

এদের মধ্যে ড্রাইভার আজাদুল ইসলাম ও আছমা আক্তার গুরুতর আহত হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায় ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জন্যই এ দূর্ঘটনা ঘটে৷ ব্যাটারি চালিত অটোরিকশা হুটহাট যেখানে সেখানে রাস্তায় মোড় নেওয়ার কারনেই এরকম দূর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে কোম্পানীগঞ্জে।

আহত মোস্তফা জানান, কোম্পানীগঞ্জের তুরং নয়াবস্তিতে আমার শশুর বাড়ি, শশুর মারা গেছেন গত শনিবারে। তাই পরিবারসহ সেখানে এসেছিলাম। শশুরের দাফন ও শির্নী শেষ করে আজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দয়ার বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠি সিলেটে যাওয়ার জন্য। কোম্পানীগঞ্জ গ্রামের মেইন রোডে হাবীর দোকানের সামনে একটি ট্রাক দাঁড়ানো ছিলো আমাদের সিএনজি চলছিল হটাৎ করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সামনে পিছনে না থাকিয়ে আমাদের সামনে এসে রাস্তায় মোড় নেয়, যার ফলে আমাদের সিএনজির ড্রাইভার অটোরিকশার সাথে ধাক্কা থেকে নিজেকে হেফাজত করতে রাস্তার পাশ দিয়ে যায় এবং সেখানে পার্কিং করা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আমরা সবাই আহত হই।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান রাসেল জানান আহতদের প্রাথমিক চিকিৎসা করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দয়ার বাজার থেকে সিলেট শহরে যাচ্ছিলেন যাত্রীরা। পথে পার্কিং করা ট্রাকের সঙ্গে ওই সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিভাগের অন্যান্য