হবিগঞ্জ প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চিপস ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের চিপস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দমকলবাহিনী।

বুধবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩নং ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিকেল সাড়ে চারটা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।

এ বিভাগের অন্যান্য