জাকাতের কাপড় আনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়া জানায়, দেলোয়ার হাজী প্রতিবছরের মত এবারও তাঁর বাড়িতে প্রায় সাড়ে ৩ হাজার অসহায়, হতদিরদ্র মানুষের মাঝে যাকাতের শাড়ি ও লু্ঙ্গি বিতরণের ব্যবস্থা করেন। সকাল ৭টা থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণের কথা থাকলেও ফজরের নামাজারের সময় থেকে মানুষ জড়ো হয়।
ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, জাকাত নিতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।