রাশিয়ায় নাভালনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, আটক ২০০
আন্তর্জাতিক ডেস্ক ঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে দেশটিতে বিক্ষোভ চলাকালে ২০০ জনকে আটক করেছে পুলিশ। মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো এ খবর দিয়েছে। আল-জাজিরা
নাভালনি শুক্রবার কারাগারে হাঁটাহাঁটির একপর্যায়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এখনও স্পষ্ট নয়।
রুশ দূতাবাসের বাইরে শুক্রবার রাতে জড়ো হয়ে অ্যালেক্স নাভালনির মৃত্যুতে শোক জানিয়েছেন তার একদল শোকার্ত শুভাকাঙ্ক্ষী। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে আসেন। তারা নাভালনিকে নায়ক বলে আখ্যা দেন আর তাকে হত্যার অভিযোগে পুতিনের সমালোচনা করেন।
এদিকে নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করছেন পশ্চিমা নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের তীব্র সমালোচনা করে বলেছেন, নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে। তবে কী পরিণতি ভোগ করতে হবে তা বলেননি বাইডেন।
নাভালনির মৃত্যুর বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুতিনের প্রতি নিন্দা জানিয়ে বলেন, নাভালনির মৃত্যু হলো পুতিনের নিষ্ঠুরতার আরেকটি লক্ষণ।
জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, রাশিয়া এর জন্য দায়ী।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন।
জেলেনস্কি বলেন, নির্যাতনের শিকার হাজার হাজার মানুষের মতো নাভালনিও পুতিনের হাতে নিহত হয়েছেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে।