রাশিয়ার বেলগোরোডে হামলায় শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

রাশিয়ার বেলগোরোড শহরে বৃহস্পতিবার বিমান হামলায় এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। অঞ্চলটির গভর্নরের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বয়াল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে ইউক্রেনের সীমান্তের কাছে শহরে ধ্বংসাবশেষ দেখা গেছে। কাছেই কম্বলে ঢাকা একটি লাশও ছিল।

 

গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ তাঁর টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, বেলগোরোডে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরো ১৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু। আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে।’

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা এই অঞ্চলে ১৪টি ইউক্রেনীয় রকেট গুলি করে ভূপাতিত করেছে।

 

কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএফপির তথ্য অনুসারে, বেলগোরোড শহর ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে কিয়েভের বাহিনী নির্বিচারে গোলাবর্ষণ করেছে বলে বারবার অভিযগ করেছে মস্কো। কর্মকর্তারা ডিসেম্বরের শেষের দিকে ইউক্রেনের হামলায় ২৫ জন নিহত হওয়ার কথা জানালে কর্তৃপক্ষ শহর থেকে কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু করে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে রাশিয়ার সবচেয়ে বড় এ উচ্ছেদ অভিযানে প্রায় ৪০০ শিশুসহ শত শত মানুষ ইতিমধ্যে চলে গেছে।
এ বিভাগের অন্যান্য