আগামীকাল সিলেটের যেসব এলাকায় থাকবেনা বিদ্যুৎ
সিলেটের সময় ডেস্ক :
সিলেট মহানগরীতে জরুরি মেরামত ও সংরক্ষণ, রাস্তা প্রশস্থকরণ ও বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহানগরীর শাহজালাল উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, নাইওরপুল, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, ঝেরঝেরিপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট ও সাদাটিকর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন শামছ-ই-আরেফিন।