স্পিন পিচের কারণে ক্ষতি হচ্ছে ভারতীয় ব্যাটারদের: সৌরভ গাঙ্গুলি

খেলাধুলা ডেস্ক ঃ

 

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে আছে ভারত। হায়দরবাদের স্পিন-উইকেটে ভারতকেই উল্টো নিজেদের ফাঁদে ফেলে দেয় বেন স্টোকসের দল। আর এভাবে বারবার স্পিন ট্র্যাক বানানোয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষেপেছেন সৌরভ গাঙ্গুলি।

এক টুইট বার্তায় বিসিসিআইকে ট্যাগ করে সৌরভ লিখেছেন, ‘বুমরাহ, মুকেশ ও সিরাজদের বল করতে দেখলে মনে হয়, কেন আমাদের স্পিনারদের ওপর ভরসা করতে হবে। প্রত্যেক ম্যাচ দেখার পর আরও ভালো স্পোর্টিং উইকেটে খেলার বিশ্বাস দৃঢ় হয়। অশ্বিন, জাদেজা, কুলদীপ, অক্ষরের সঙ্গে ওরাও (পেসার) ২০ উইকেট তোলার সামর্থ্য রাখে।’

স্পিন পিচের কারণে ভারতীয় ব্যাটিংয়েরও ক্ষতি হচ্ছে বলে মত সৌরভের, ‘পিচের কারণে ভারতের ব্যাটিং মানের অবনমন ঘটেছে গত ৬-৭ বছরে। ভালো উইকেট ভীষণ জরুরি। তবুও ভারত পাঁচদিনের মধ্যে ম্যাচ জিতবে।’

গতকাল (শনিবার) বিশাখাপত্তম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে যশস্বী জয়সওয়ালের ২০৯ রানের দুর্ধর্ষ ইনিংসে প্রথম ইনিংসে ভারত ৩৯৬ রান তোলে। এরপর প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ২৫৩ রানে। ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন বুমরাহ।

এ বিভাগের অন্যান্য