এক ভোট পেয়েও সাতবারের এমপি প্রার্থী সুধীর
সত্তোরোর্ধ বয়সী সুধীর রঞ্জন বিশ্বাস ইতিপূর্বে পর পর ছয়বার এমপি প্রার্থী হয়েছেন। প্রতিটি নির্বাচনে নিজের ভোটটি ছাড়া অন্য কারো ভোট পাননি তিনি। কেবল নিজেকেই নিজের ভোটটা দেন। এলাকায় আলোচিত এ প্রার্থীর পরিচিতি ‘এক ভোটের এমপি’ ।
সুধীর রঞ্জন বিশ্বাস জানান, ৩০ বছর আগে স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস ইউপি সদস পদে নির্বাচনে হেরে মারা যান। সে মারা যাবার পর থেকেই তাঁর আত্মার সন্তুষ্টির জন্যই নির্বাচন করে আসছেন।
নিজেকে একজন গ্রাম্য চিকিৎসক পরিচয় দিয়ে সুধীর বলেন, রোগীদের চিকিৎসাপত্র দিয়ে জমিয়ে রাখা টাকা দিয়ে এবছর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুক্তিযুদ্ধে পল্লী চিকিৎসক হিসেবে তিনি মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীর সেবা করেছেন।
সুধীর রঞ্জন বিশ্বাসের বড় ভাইয়ের ছেলে রতন বিশ্বাস বলেন, প্রতিটা মানুষের নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। উনি (সুধীর) ভোটে হেরে একধরনের সুখ পান। কাকার এই নির্বাচন পাগলামির বিষয়ে আমরা কিছুই বলি না। কারণ উনি সহজ মানুষ। কত দিন আর বেঁচে থাকবেন।
দাউদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক খান বলেন, ‘সুধীর রঞ্জন আমার ইউনিয়নের বাসিন্দা। প্রতিবার সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়ে আলোচনার সৃষ্টি করেন।’
