গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন- শ্রমিক অরুণ প্রামাণিক (৫০) ও অটোচালক রিপন সিকদার (৩০)।
আজ শুক্রবার কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ও সদরের গোপিনাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত অরুণ প্রামাণিক কাশিয়ানীর রাতইল গ্রামের মুকুল প্রামাণিকের ছেলে এবং রিপন সদরের পাইকেরডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে।
সকাল ১০টার দিকে গোপিনাথপুরে একই সড়কে নসিমনের পেছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোচালক রিপনের গায়ে লাগে। এতে তিনি মারাত্মক আহত হন।