ইটপাটকেল নিক্ষেপের পর ২ কাভার্ডভ্যানে আগুন

সিলেটের সময় ডেস্ক :

গাজীপুরে ইটপাটকেল নিক্ষেপের পর দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দুটিকাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩-৪টি মোটরসাইকেলে ৭-৮ জন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরবর্তী সময়ে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধের সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিভাগের অন্যান্য