খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আবারও পরিবারের চিঠি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সুযোগ চেয়ে আবেদন করা হয়েছে। এবারও আবেদনটি করেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।
গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে খালেদা জিয়ার ভাই এ আবেদন করেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
