সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে ললিত মোদি
বিনোদন ডেস্ক ঃ
২০২২ সালের কথা। বলিউডে গুঞ্জন ছিল অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর পরিচালক ললিত মোদির। তখন শোনা গিয়েছিল, শীঘ্রই ললিতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে যায় চিত্র। ললিত-সুস্মিতার সম্পর্কে ভাঙন ধরে। সেই সঙ্গে সুস্মিতার পাশে দেখা মেলে তার প্রাক্তন প্রেমিক রোহমান শশের। ললিতও মজেছেন নতুন বান্ধবীর সঙ্গে।
রোববার লন্ডনে অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী হরীশ সালভের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিত। ৬৮ বছর বয়সে ব্রিটিশ পাত্রীকে বিয়ে করেছেন এ আইনজীবী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের একঝাঁক তারকা। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছেন ললিত মোদি। হেভিওয়েট ওই বিয়ের আসরে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যানকে দেখা গেছে উজ্জ্বলা রাউতের সঙ্গে। এ তারকার সঙ্গেই রোমান্সে মজলেন ললিত।
শোনা যাচ্ছে, সুস্মিতার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর উজ্জ্বলার সঙ্গে সম্পর্কে জড়ান ললিত। ৪৫ বছর বয়সি উজ্জ্বলা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ১৯৭৮ সালের ১১ জুন মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম তার। বাবা-মা এবং বোনের সঙ্গে মুম্বাইতে থাকতেন তিনি।
১৭ বছর বয়স থেকে বিভিন্ন ফ্যাশন শো-তে অংশগ্রহণ করতে দেখা যায় উজ্জ্বলাকে। সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীও হন তিনি। বিভিন্ন বিদেশি সংস্থার প্রচারের জন্য মডেলিং করতে দেখা যায় তাকে। দেশ-বিদেশের নামী পোশাকশিল্পীদের সঙ্গেও কাজ করেন তিনি।
২০০৪ সালের ১৯ জুন স্কটল্যান্ডের নির্মাতা ম্যাক্সওয়েল স্টেরিকে বিয়ে করেন উজ্জ্বলা। বিয়ের এক বছরের মধ্যে কন্যাসন্তান কাশার জন্ম দেন তিনি। কিন্তু ম্যাক্সওয়েলের সঙ্গে উজ্জ্বলার সম্পর্ক টেকেনি। ২০১১ সালে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নেন দু’জনে। বিচ্ছেদের সময় উজ্জ্বলার বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাক্সওয়েল।
তা দাবি, মেয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়ার জন্য বিবাহ বিচ্ছেদের সময় নিজের প্রভাব খাটিয়েছেন উজ্জ্বলা। যদিও ম্যাক্সওয়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করেন উজ্জ্বলা।
বিচ্ছেদের পর মুম্বাই ছেড়ে মেয়ে কাশাকে নিয়ে প্যারিস চলে যান উজ্জ্বলা। ২০১৯ সালে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন উজ্জ্বলা। ফ্যাশন সংক্রান্ত এক জনপ্রিয় অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন তিনি।