মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২

সিলেটের সময় ডেস্ক :

 

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকালে ৬ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শরীরের ৭০ ভাগের বেশি পুড়ে যাওয়া ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি দুইজন  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য