চাপ বেড়েছে শাহজালাল ব্রীজ ও কাজিরবাজার ব্রীজে
নিউজ ডেস্ক: সিলেটে ক্বিনব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় রিকশা ও সিএনজি চালিত অটো রিকশার চাপ বেড়েছে নগরীর কাজীরবাজার সেতু এবং শাহজালাল সেতুতে (নয়া পুল)।
শনিবার মধ্যরাতে ক্বিনব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পর ওই দুই সেতুতে চাপ বেড়েছে কিছুটা। বিশেষ করে রিকশার চাপ বাড়তে দেখা গেছে কাজীরবাজার সেতু ও শাহজালাল সেতুতে।
জানা গেছে, ক্বিনব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এ সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ করতে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। সংস্কার কাজ শেষে সেতুটি খুলে দেওয়া হতে পারে।