কমলগঞ্জে গাঁজাসহ আটক ২
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ যুবককে আটক করে পুলিশ।
বুধবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়াজ মাহমুদের নেতৃত্বে দেওছড়া চাবাগান সংলগ্ন বালুঘাট এলাকা থেকে পুলিশ তল্লাশী চালিয়ে প্রায় ৫’শ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- শরিফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামের সাজিদুর রহমানের ছেলে রুহুল আমীন (২৫) ও মানগাঁও গ্রামের আসাদুর রহমানের ছেলে জুনায়েদ মিয়া (২৩)।
তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।