জকিগঞ্জ থেকে ৬ জুয়াড়ি আটক
নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার রসুলপুর জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও শরীফগঞ্জ বাজারের বাবুল আহমদের চায়ের দোকানের পেছন থেকে তাদেকে আটক করা হয়।
রসুলপুর জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে আটককৃতরা হলো- উপজেলার হরাইত্রিলোচন গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে রফিক উদ্দিন (৪০), মৃত আবদুল হান্নানের ছেলে অলিউর রহমান (২৬) ও মাতারগ্রামের মৃত মকদ্দছ আলীর ছেলে সাবুল আহমদ সাবু (৩০)।
এদিকে, শরীফগঞ্জ বাজার থেকে আটককৃতরা হলো- পিল্লাকান্দি গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৪৪), রহিমপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে আবদুল জলিল (৫৫) ও মৃত আরজিত আলীর ছেলে মছব্বির আলী মুছন (৫৫)।
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের।