সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. অন্তর চৌধুরী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের সাফিজুর রহমান চৌধুরীর ছেলে ও চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।

এ ঘটনায় নিহতের পিতা সাফিজুর রহমান চৌধুরী ও তার কন্যা নৌরিন চৌধুরী (৯) গুরুতর আহত হয়েছেন। নিহত অন্তর

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, জামালগঞ্জ উপজেলা সদরের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল থেকে তার বাবা সাফিজুর রহমান চৌধুরী ছেলে ও মেয়েকে নিয়ে স্কুল থেকে হ্যালিপ্যাডে যাওয়ার পথে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অন্তরকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য